করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ৫৭৩ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

মারা গেলেন নিউওয়ার্কের প্রবাসী ফটো সাংবাতিক এ হাই স্বপন

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ৫৭৩ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ মার্চ, ২০২০

করোনায় ভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মারা গেলেন নিউওয়ার্কের প্রবাসী ফটো সাংবাতিক এ হাই স্বপন। যুক্তরাষ্ট্রে সর্বমোট ২৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সকাল পর্যন্ত জানা গেছে।

একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক স্বপন হাই মারা গেছেন। দৈনিক মানবজমিনের সিনিয়র ক্যামেরাপারসন স্বপন হাই নিউইয়র্কের কুইন্স হসপিটালে স্থানীয় সময় ৩০ মার্চ সোমবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিডনি জটিলতায়ও ভুগছিলেন তিনি।

স্বপন হাইয়ের বড় ভাই প্রবাসী আবদুল মতিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এছাড়া জ্যামাইকার হিলসাইড ১৫০ এ, বসবাররত নিশাত চৌধুরী (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত তাহির চৌধুরীর মেয়ে নিশাত স্বামীসহ জ্যামাইকায় থাকতেন।

চার-পাঁচ দিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে যান তিনি। সোমবার সকালে হাসপাতাল থেকে ফোন করে তাঁর মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়েছে।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৩ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রে সোমবার দুপুর পর্যন্ত সর্বমোট ২৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ২৮ মার্চ মৃত্যু হয়েছিল কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত। এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে

দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাঁদের দুজনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্র্রে একদিনে নতুন করে আরও ২১ হাজার ৩৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯০ এবং আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads