করোনায় বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২০

করোনায় মন্ত্রিপরিষদ বিভাগের সব অনুষ্ঠান স্থগিত করলেন মন্ত্রিপরিষদ বিভাগ

 এ বছর বাংলা নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগমের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪১৭ বা এই উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

তিন পার্বত্য জেলার বৈসাবিসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিজটাল উপায়ে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads