যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স হোয়াইট হাউসে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নিয়েছেন। তার টিকা নেওয়ার দৃশ্য টিভিতে সরাসরি দেখানো হয়েছে। এ সময় পেন্স বলেন, ‘আমি কোন কিছু অনুভব করিনি।’ বিবিসি।
টিকা নিয়ে জনমনে শঙ্কা দূর করা এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই পেন্সের এই টিকা নেওয়ার ভিডিও সম্প্রচার করা হয়। পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াইট হাউসে ক্যামেরার সামনে টিকা নিয়েছেন।
গত সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথম অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস মোকাবেলায় ৯৫ শতাংশ কার্যকর।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এই টিকার ডোজ নেওয়ার পর বলেছেন, আমি কিছুই বুঝতে পারিনি। আমি ও ক্যারেন আগেই টিকা নিতে পেরে অনেক খুশি।
টিকার প্রতি মানুষের আস্থা তৈরির চেষ্টা করছেন বলে জানান তিনি।
ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার প্রথম ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যে সরবরাহ করা শুরু হয়েছে। আর এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি দ্বিতীয় আরেকটি করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে দেশটি। উল্লেখ্য, সোমবার দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের টিকা গ্রহণ করার কথা রয়েছে।