করোনার টিকা আবিষ্কারে সফলতার দাবি ইতালির বিজ্ঞানীদের

সংগৃহীত ছবি

ইউরোপ

করোনার টিকা আবিষ্কারে সফলতার দাবি ইতালির বিজ্ঞানীদের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৬ মে, ২০২০

করোনা ভাইরাসের টিকা তৈরিতে সাফল্য দাবি করেছেন ইতালির একদল বিজ্ঞানী।

তাদের দাবি, এই টিকা মানুষের শরীরে সফলভাবে কাজ করতে সক্ষম।

রোমের স্পালানজানি হাসপাতালে সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা টিকার পরীক্ষা করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেনে জানানো হয়েছে। 

টিকাটি ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।  টিকাটি প্রয়োগের পর ইঁদুরের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিবডি সক্রিয় হয়ে ওঠে যা ভাইরাস প্রতিরোধী। মানুষের কোষেও ওই একই অ্যান্টিবডি কাজ করতে সক্ষম।

টিকাটি তৈরি করেছে ইতালির জৈবপ্রযুক্তি কোম্পানি টাকিস।

কোম্পানির প্রধান নির্বাহী লুইজি আউরিসচিও বলেন, এই গ্রীষ্মের পরই মানুষের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি লিনিআরএক্সের সঙ্গে মিলে করোনা ভাইরাসের টিকা তৈরিতে আরও অগ্রসর হওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads