দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরে নতুন করে ভ্রমণের ক্ষেত্রে সনদ চাইছে কয়েকটি দেশ। আইইডিসিআরে সনদ নিতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা।
তবে বিশ্বব্যাপী কিট ও রিএজেন্ট সংকটের মধ্যে করোনামুক্তির সনদ কিভাবে দেয়া হবে - সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।
নোয়াখালী থেকে করোনামুক্তির সনদ নিতে এসেছেন এক দম্পতি। মঙ্গলবার (০৯ মার্চ) পরিবার সমেত সৌদি আরব যাওয়ার কথা তাদের।
কোভিড নাইনটিন সংক্রমণমুক্তির সনদ বাধ্যতামূলক করেছেন বিদেশি কোনো কোনো কোম্পানি। এজেন্সি, দূতাবাস ঘুরে রোগতত্ত্ব বিভাগের সামনে সনদের জন্য অপেক্ষায় থাকা এসব মানুষেরা বলছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সনদ দেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তারা।
তিনি বলেন, আগে যে টিম তৈরি করেছিলাম তা এখনো আছে। তবে আমরা এই ধরণের কাজ করবো কিনা তা আগে আমাদের ঠিক করতে হবে।
এ ধরনের সংকটে থাকা যাত্রীদের আপাতত টিকিট পরিবর্তনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।





