করপোরেট সিম ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নিয়মে করপোরেট সিম কেনার ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে।
গত বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে কমিশন। নির্দেশনায় আরো বলা হয়েছে, বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে গ্রাহক নিবন্ধনের ফলে ব্যক্তিগত গ্রাহক পর্যায়ে সিম নিবন্ধনবিষয়ক জালিয়াতি, প্রতারণা প্রায় বন্ধ হয়ে গেলেও করপোরেট গ্রাহকদের ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে সিম নিবন্ধন, প্রতিস্থাপন এবং এসব সিম বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভিওআইপি প্রযুক্তিতে অবৈধ কল টার্মিনেশনের কাজেও ব্যবহার করা এসব সিম। বিটিআরসি বলছে, এ ধরনের ঘটনায় অসাধু রিটেইলার ও ডিস্ট্রিবিউটর ছাড়াও মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
এর পরিপ্রেক্ষিতে করপোরেট সিম নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যক্তির আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফরম অনুযায়ী জমাকৃত আবেদন শুধু কমিশনের অনুমোদনের পর অনুমোদিত ব্যক্তির বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে অনুমোদিত সিমসমূহ নিবন্ধন শেষে গ্রাহক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়া বিদ্যমান করপোরেট গ্রাহদের ক্ষেত্রে এ পদ্ধতিতে নিবন্ধনের জন্য আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় তথ্য কমিশন বরাবর পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। করপোরেট সিম উত্তোলন, প্রতিস্থাপন কিংবা নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও আঙুলের ছাপ লাগবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।