দেড় যুগ পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটিতে জায়গা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে একঝাঁক তরুণ নেতা।
জানা গেছে, ২০০৪ সালে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়। এক কমিটি দিয়ে দেড় যুগ পার করার পর গত ২৯ মে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নেতৃত্বে দায়িত্ব নেওয়ার জন্য ইতোমধ্যে জেলা থেকে এক ঝাঁক সাবেক ছাত্রলীগ ও তরুণ নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাতে মাঠ পর্যায় ও কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছে।
নতুন কমিটির পদপ্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম খান খালিদ, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এম এ ইরাদ কোরাইশী ইমন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল ইসলাম সাকিব।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরল ইসলাম রাজা বলেন, ছাত্রলীগ নেতাদের দিয়ে একটি শক্তিশালী কমিটি দেওয়া হবে। মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী যেই হোক তাকে জেলা স্বেচ্ছাসেবক লীগে ঠাঁই দেওয়া হবে না।





