কবিতা

ছবি : সংগৃহীত

ফিচার

কবিতা

  • প্রকাশিত ১৫ ডিসেম্বর, ২০১৮

ফকির ইলিয়াস
মুখোশ খুলে একদিন দাঁড়াবে যে পথগুলো

মুখোশের কোনো ভবিষ্যৎ থাকবে না। ভবিষ্যৎ থাকবে মমির। আর যারা মমি হতে পারবে না তারা পলায়ন করবে অন্য কোনো উপগ্রহে। এমন আদেশ জারির পর রাজার দরবারে ভিড় করে অগণিত শরণার্থী। সীমান্ত পার হয়ে যাওয়ার জন্য যারা বর্ডারে গিয়েছিল, ফিরে আসে তারাও। সবাই সমস্বরে বলতে থাকে— পথ দাও, না হয় ভেঙে দেব সকল ছায়ারহস্য। স্লোগান শুনে কিছুটা ঘাবড়ে যায় রাজতন্ত্রের দেয়াল। বিগত সকালে যারা দেয়াল লিখন শেষ করে ব্রাশগুলো সামলে রেখেছিল, তারাও বিতরণ করে নতুন কালি। লাল রঙের ছটা দেখে কয়েকটি মুক্তির পতাকা হাতে এগিয়ে আসে একটি রক্তাক্ত শিশু। এবং বলতে থাকে— মুখোশ খুলো হে পথ। আমি শিখে নিয়েছি কীভাবে চালাতে হয় মাটির বুলডোজার।

কুমার দীপ
পতাকা

যার নেই, সে-ই জানে, থাকাটা ওর জরুরি কত!
যার আছে, ভেবেও দ্যাখে না, না থাকলে কী যে হতো!

অথচ এরই জন্যে দিবস হয়েছিল রাতের চেয়ে কালো
রাত হয়েছিল রূপের প্রাসাদ, উজ্জ্বলতর সেই আলোর
এরই জন্যে রক্তের খ্যালা, জীবনগুলো চিত্রভানু; তাপের
দেশটা হলো যে কুরুক্ষেত্র, যুদ্ধে যুদ্ধে দেশটা কীভাবে কাঁপে!

যার নেই, সে-ই জানে, থাকাটা খুব জরুরি বটে
যার আছে, স্বার্থের অযোধ্যায় অযত্ন তার রটে।

তুষার প্রসূন
অপেক্ষার পেন্ডুলাম

শীতের শেফালী থেকে মিহি গন্ধটুকু চলে আসে আমার দরজায়,
আমি বাইরে চোখ মেলি। দেখি, সূর্যের সোনালি মায়া মুছে দিচ্ছে
ভোরের প্রচ্ছদে জড়িয়ে থাকা কুয়াশা। ঘাসের সবুজ শরীরে আশীর্বাদ
হয়ে ঠিকরে পড়ছে রোদ্দুর, সেই আলোয় স্নান করে নিচ্ছে প্রকৃতি।
জেগে উঠছে বাংলাদেশের বুক। সেখান থেকে একখণ্ড সুখ তুলে নিয়ে
ব্যক্তিগত ফুলের টবে আলগোছে জমা রাখি আর একটি রক্তিম ফুলের
প্রত্যাশায় প্রতি ১৬ই ডিসেম্বরে অপেক্ষার পেন্ডুলাম হয়ে ঝুলে থাকি।

রহমান মুজিব
তারামন বিবি

সময়ের ইন্ধনে বাঁধা রোদ এবং বৃষ্টির প্রতীক্ষা
জীবন এক গুলতিছোঁড়া অপেক্ষা, জপতে থাকে তমিশ্রার অসাধু ধ্বনি
আমাদের কালসাপ মাটিতে আজ তারামন ফুটুক, স্বপ্নধূলিতে আলোকিত হোক
কাক-সন্ধ্যার আকাশ, প্রেমের বানে ডুবে যাক যত দ্রোহের কার্তুজ

কিছু প্রতিশ্রুতি এখনো শৈশবের দাড়িয়াবান্ধার ছকে বাঁধা
কিছু অভিলাস এখনো মায়াবী হরিণীর চোখে উজ্জ্বল
অথচ আগুনের নীল ঢেউ নিয়ে বহমান যে নদী সে তো আমাদেরই দহনের
যৌথ কবর, এরূপ কবরে জমানো মরুকথার বালিতে উড়ুক আজ একাত্তর
নির্মিত হোক তারামন পিরামিড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads