কবিতার মতো গুছিয়ে মিথ্যা বলেন কাদের : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

সংরক্ষিত ছবি

রাজনীতি

কবিতার মতো গুছিয়ে মিথ্যা বলেন কাদের : মান্না

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কবিতার মতো গুছিয়ে মিথ্যা বলেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে গতকাল শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।

যতই গ্রেফতার আর ধরপাকড় হোক না কেন, লড়াই চলবে জানিয়ে মান্না বলেন, লড়াই ছাড়া কোনো বিকল্প দেখি না। কিন্তু লড়াইটা করবেন কী করে? নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে স্বৈরাচার সরকার। তবু থামা যাবে না, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমার আসনে তেমন কেউ নেই। আমি সাবেক আওয়ামী লীগ নেতা, তাই বগুড়ার স্থানীয় আওয়ামী লীগও আমার বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি। পুলিশ দমাতে চেয়েও ব্যর্থ হয়েছে।

সেমিনারে মান্না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের পাশে বসেছিলেন। তিনি মওদুদকে দেখিয়ে বলেন, নির্বাচনে তিনি লড়াই করবেন ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে। এই ওবায়দুল কাদের সাহেব কবিতার মতো করে গুছিয়ে মিথ্যা বলেন। স্থানীয় জনগণ একটা কথা বলে, একবার সুযোগ পেলে আওয়ামী লীগকে দেখে নেব।

এবারের নির্বাচন পরিস্থিতি অন্যরকম উল্লেখ করে মান্না বলেন, সবাইকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে। আমাদের একশ জনকে গ্রেফতার করলে এক লাখ কর্মীকে তার জবাব দিতে হবে।

মান্না বলেন, আপনারা একজনকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। কিন্তু জিয়াকে নিয়ে একটা বানিয়ে দেখেন, গ্রাম থেকে শহরে তোলপাড় হয়ে যাবে। মানুষের ঢল নামবে সেই সিনেমা দেখার জন্য।

জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads