গত ২৬মার্চ ২০১৯ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আপনারা এম্ব্যুলেন্স পেয়ে গেলেন আগামী এপ্রিল মাসে বুঝে নিয়েন। কিন্তু এপ্রিল চলে গেলেও এম্ব্যুলেন্স পায়নি বিশ্ববিদ্যালয়।
দীর্ঘসময় আবেগঘন বক্তব্যের এক সময় এসে তিনি এম্ব্যুলেন্স ও মেডিকেল সেন্টার উন্নয়নে তার মন্ত্রনালয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী। বক্তব্যের দুই মাস পেরিয়ে গেলেও আলোর মুখ দেখা যাচ্ছে না মেডিকেল সেন্টার ও এম্ব্যুলেন্স প্রাপ্তি নিয়ে।
এই নিয়ে প্রতিমন্ত্রীর সাথে প্রতিবেদক বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি মন্ত্রীকে।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছি। মন্ত্রী দেশের বাইরে ছিলেন তাই একটু সময় লাগছে। মে মাসের মধ্যেই আমরা এম্বুলেন্স পেয়ে যাবো বলে আশা রাখি।
অন্যদিকে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যেখানে শিক্ষার্থীরা মন্ত্রীর দেওয়া কথামতো এম্ব্যুলেন্স দ্রুত পেতে চায়।
উল্লেখ্য এর পূর্বেও এক মন্ত্রী দুটি বাস দেয়ার কথা বলেছিলেন ৩বছর পেরিয়ে গেলেও এখনো বাস পায়নি বিশ্ববিদ্যালয়।





