কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার স্বনামধন্য গচিহাটা ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২৪ অনুষ্ঠিত। বৃহস্পতিবার ৪ জুলাই সন্ধ্যার পর উপজেলার গচিহাটা বাজারের গচিহাটা ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ব্যাপক আনন্দ উদ্দীপনায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে গচিহাটা ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে "সাব্বির খাঁন সবল" ও সাধারণ সম্পাদক পদে মোঃ আরমান ভুঁইয়া কে নির্বাচিত করে ২বছরের মেয়াদে গচিহাটা ক্লাব পরিচালনার দায়িত্ব পালনের জন্য কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। এই উপলক্ষে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গচিহাটা ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট বাবুল মিয়ার সঞ্চালনায়, গচিহাটা ক্লাবের সাবেক সভাপতি লুৎফর রহমান বিনিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪ নং চাঁন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, গচিহাটা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মিয়া হোসেন শাহ, গচিহাটা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল সালাম মিয়া, গচিহাটা বাজার বনিক সমিতির সাবেক উপদেষ্টা ও সাবেক মেম্বার আ: মান্নান ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মোহাম্মদ মেরাজ উদ্দিন,২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার সজল শেখ, বিশিষ্ট সমাজ সেবক এম এম মোজাম্মেল হক (ইমন), কাঞ্চন মেম্বার।
আলোচনা সভায় বক্তারা নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আগামীতে আপনারা ক্লাবের সকল কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে ক্লাবকে আরো গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সন্মানিত অতিথিগণ গচিহাটা ক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।এ সময় অনুষ্ঠানে গচিহাটা ক্লাবের কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সভাপতি সাব্বির খাঁন সবল ও সাধারণ সম্পাদক মোঃ আরমান ভুঁইয়া গচিহাটা ক্লাবের সকল সদস্য ও সভায় উপস্থিত সম্মানিত অতিথিগণ কে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এ সময় ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক,গচিহাটা ক্লাবের উত্তর উত্তর মঙ্গল কামনায় সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে ২০০৬ ইং সালে প্রতিষ্ঠিত হওয়া স্বনামধন্য গচিহাটা ক্লাব এলাকার একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করে গচিহাটা এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে আসছে।