কচুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

কচুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০১৯

চাঁদপুরের কচুয়ার বজ্রপাতে  মোসলেম মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে চাঁদপুরের কচুয়ার ঘুগড়ার বিলে এ ঘটনা ঘটে।  স্থানীয় ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত কৃষক মোসলেম মিয়া (৫৫) উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, সকালে ঘাস কাটতে ঘুগড়ার বিলে গেলে বজ্রপাতে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন মোল্লা জানান, বজ্রপাতে কৃষক মোসলেম মিয়ার শরীরের পেছন ও বিভিন্ন অংশ জলসে যায়। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads