চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধাদের কোটা বহালের দাবীতে উপজেলা মক্তিযুদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের যৌথ উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কচুয়া বিশ্ব রোড কালামের মোড় সড়কের দু’পাশ দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।
এতে কচুয়ার মুক্তিযুদ্ধাবৃন্দ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন, তাদের সন্তান, নাতী-নাতীনগন অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযুদ্ধা জিকে আলমগীর, দেওয়ান সিরাজুল ইসলাম, আনোয়ার সিকদার, সনতোষ চন্দ্র সেন, রত্না বেগম, ছফিউল্লাহ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এর সহসভাপতি ইব্রাহিম খলিল ও সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার।