কক্সবাজারে ৪ টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উদ্বোধনের পরে প্রকল্প ফলকের সামনে কক্সবাজারের জেলা প্রশাসকসহ কর্মকর্তারা

সংগৃহীত ছবি

সারা দেশ

কক্সবাজারে ৪ টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

কক্সবাজারে ৪ টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ নভেম্বর প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্প গুলো হচ্ছে, জেলা টেকনাফে ২০ মেঘাওয়াট সোলার বিদ্যূৎ কেন্দ্র,কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলাকে শতভাগ বিদ্যূতায়িত উপজেলা এবং রামু উপজেলায় আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যক্রম। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গড়তে কাজ করছে বর্তমান সরকার। জাতির পিতা কথা মত বাংলাদেশ কে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এখান থেকে পেছনে ফিরতে চাইনা। শুধু সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনার এবং স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের সকল নাগরিক খেয়ে পবে ভাল ভাবে বেচেঁ থাকবে। আমরা সেই কাজ করে চলেছি। কিন্তু অতীতে যারা সরকারে ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে এবং অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। আমি জনগনের জন্য কাজ করছি এবং আজীবন করবো।’

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আবার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে এবং কোনো অপশক্তি যেন মাথা তুলে দাড়াতে না পারে সে জন্য দেশের সকল নাগরিকদের সজাগ থাকার আহবান জানান। এদিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের আগে সকাল ১০ টা থেকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে প্রশাসনসহ জেলার সর্বস্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন। এর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা পল্লী বিদ্যূৎ অফিসের জেনারেল ম্যানেজার নুর মোঃ আজম মজুমদার, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেকসহ জেলা বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads