দীর্ঘদিন পর হলেও কক্সবাজারবাসীর প্রাণের দাবী শিশু পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার কবিতা চত্তর সংলগ্ন বীচের পাশে সরকারি খাস জমিতে শিশু পার্কের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহামদ।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,জেলা আওয়ামীলীগের সভাপতি এড,সিরাজুল মোস্তফা,সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান,সাবেক পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা নুরুল আবছার,মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান,সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম সহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।