কক্সবাজার সীমান্তবর্তি বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬টি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র্যাব-৭।
আজ সোমবার (০৫ নভেম্বর) ভোর রাতে গভীর সাগরের নল ভাংঙ্গা চ্যানেল থেকে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এসময় জিম্মি থাকা আব্দুল মজিদ, নুরুল আলম ও বাচা রাখাইন নামে ৩ জেলেকে উদ্ধার করে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেনি র্যাব।
মেজর মেহেদী হাসান জানান, কিছু জেলেকে জিম্মি করে রেখেছে জলদস্যু বাহিনী এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। এসব অস্ত্র-গুলিসহ ১০ জলদস্যুকে আটক ও দুইটি ট্রলার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যবের এই কর্মকর্তা।
এদিকে সকালে জলদস্যূ আটকে ঘটনা শুনার পরে কয়েক হাজার লোক কক্সবাজার শহরের ৬ নং জেটি ঘাট এলাকা জড়ো হয়, এ সময় সাধারণ মানুষ জন র্যাবের এই কর্মকান্ডের প্রশংসা করেন।