• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ২০ শাওয়াল ১৪৪৬
কক্সবাজারের ফ্লাটে অবৈধ দেহ ব্যবসা, নারীসহ আটক ৪

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কক্সবাজারের ফ্লাটে অবৈধ দেহ ব্যবসা, নারীসহ আটক ৪

  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, ২০২০

কক্সবাজার শহরের কলাতলী একটি ভবনের ফ্লাট থেকে আলোচিত ইয়াবা কারবারি পুতু মেম্বারসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবৈধ দেহ ব্যবসার অভিযোগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়েছে। এরপর বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আদালতে পাঠায় ডিবি পুলিশ। এরপর আদালত তাদের কারাগারে প্রেরণ করে।

আটক ব্যক্তিরা হলেন- খুরুশকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির পাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. শাহিদুল হক (৪২) ওরফে পুতু মেম্বার, ঈদগাও ইসলামাবাদ ইউনিয়নের উত্তর পাহাশিয়াখালী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪৫), নুনিয়ারছড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. হানিফ (৩৫) ও পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকার নুর নবীর মেয়ে রিপা মনি (১৯)।

ডিবি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী মোহাম্মদীয়া গলির সৈকত আবাসন (গণপূর্ত ভবন) এর ৯ তলার বিল্ডিং এর ৫ম তলায় একটি ফ্লাটে পতিতা ব্যবসা চলার খবরে সেখানে অভিযান চালায়।  অভিযানে এক পতিতাসহ চারজনকে আটক করা হয়েছে। ওই ফ্ল্যাট থেকে জব্দ করা হয়েছে ১৫টি কনডম। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২জন পালিয়ে গেলেও চারজন আটক হন।

আটকরা জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশকে জানিয়েছে, মো. সেলিম ও মো. হানিফ ওই ভবনের এর দুইটি ফ্ল্যাটের কেয়ারটেকার। তারা উভয়ে বিভিন্ন জায়গা থেকে পতিতা সংগ্রহ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পতিতা ব্যবসা চালিয়ে আসছে। একই সঙ্গে তারা মানব পাচারেও জড়িত বলে জানান।

আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ইন্সপেক্টর) মানস বড়ুয়া বলেন, আটকদের বিরুদ্ধে মানব পাচার দমন আইনে মামলা দায়ের করে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড সিপি) মো. মাসুম খাঁন বলেন, শহিদুল হক ওরফে পুতু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগের জনশ্রুতি রয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধ কার্যাকলাপে সে জড়িত রয়েছে এমন খবরও ছিল।

অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে এই অপরাধীসহ চারজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads