ভারতের মধ্যপ্রদেশের বিধানসভা থেকে কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পদত্যাগ করেছেন। তার সঙ্গে দল থেকে ইস্তফা দিয়েছেন আরও ১৯ জন কংগ্রেস বিধায়কও।
কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে আজ মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দেন সিন্ধিয়া। পদত্যাগপত্রে তিনি লিখেন, গত ১৮ বছর ধরে ভারতের জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছেন। কিন্ত এখন সময় এসেছে কংগ্রেস ছাড়ার।
গত এক বছর ধরে কংগ্রেসের অন্দরে যে টালমাটাল অবস্থা চলছে সেই টালমাটাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দলের ভিতরে থেকে রাজ্য এবং দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। তাই নতুনভাবে তিনি শুরু করতে চান।
এর আগে সকালে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। ধারনা করা হচ্ছে, বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।
এদিকে, ২০ বিধায়কের পদত্যাগে সঙ্কটময় পরিস্থিতির মধ্যে পড়েছেন মধ্যপ্রদেশের কমল নাথ সরকার। ১৫ মাস আগে ২৩০ সদস্যের মধ্যপ্রদেশের বিধানসভায় কমলনাথ ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়েন। মধ্যপ্রদেশের বিধানসভায় বর্তমানে কংগ্রেস বিধায়ক সংখ্যা নেমে দাঁড়াল ১১৪ তে। ফলে এবার ক্ষমতা হারানোর মুখে কমলনাথ সরকার।





