ঝামেলা ছাড়াই শুধু ওয়েবসাইট থেকে টিউটর খুঁজে পেতে চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম কেয়ার টিউটরস ডটকম (caretutors.com)। স্কুল, কলেজ ও মাদরাসার যেকোনো ক্লাসের টিউটর ছাড়াও ড্রয়িং, হ্যান্ড রাইটিং, আরবি, নাচ ও গানসহ মোট ১২টি ক্যাটাগরিতে টিউটর খুঁজে পাবেন ওয়েবসাইটটি থেকে।
এজন্য প্রথমেই শিক্ষার্থীর তথ্য ও চাহিদাগুলো একসঙ্গে লিখে পোস্ট করতে হবে। কেয়ার টিউটরস কর্তৃপক্ষ তথ্যগুলো বিশ্লেষণ করবে এবং তাদের ওয়েবসাইটের জব বোর্ডে ওই তথ্যগুলো টিউটরদের জন্য জব আকারে পোস্ট করবে। সেখান থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টিউশন জবটিতে অ্যাপ্লাই করা টিউটরদের মধ্য থেকে চাহিদার সঙ্গে মিলে যায় ও শর্ত মেনে পড়াতে আগ্রহী এমন সর্বোচ্চ পাঁচজন টিউটরের প্রোফাইল পৌঁছে যাবে ওয়েবসাইটে করা গ্রাহকের অ্যাকাউন্টে।
টিউটর তালিকা থেকে তাদের জীবনবৃত্তান্ত বিশ্লেষণ করে সেরা একজন বেছে নিতে পারবেন অভিভাবকরা। কেয়ার টিউটরস ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিভাগীয় শহরে এই সেবা চালু করা হয়েছে। তবে ঢাকায় সাড়া মিলছে বেশি।