বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়ালটন প্রিলুড : সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপ

  • শাহাদাত হোসেন
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০১৮

ল্যাপটপ এখন দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। ফিচারভেদে এর দামেরও রয়েছে ভিন্নতা। স্বল্প বাজেটের ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে দেশীয় ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এনেছে প্রিলুড আরওয়ান সিরিজের ডব্লিউপিআর১৪এন৩৪জিএল।

সোনালি রঙের আকর্ষণীয় ডিজাইনের এ ল্যাপটপটির দাম ২২ হাজার ৫০০ টাকা। ওজনে হালকা, স্লিম এই ল্যাপটপটি লেখালেখি, ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখাসহ হালকা কাজের জন্য দারুণ।

শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এ ল্যাপটপটির কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে।

এর অন্যতম ফিচার মাল্টি-ল্যাঙ্গুয়েজ কিবোর্ড যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপে বাংলা লিখতে পারবেন।

ডিজাইন : সোনালি রঙের ওয়ালটন প্রিলুড আরওয়ান সিরিজের ল্যাপটপটির ডিজাইন বেশ আকর্ষণীয়। ল্যাপটপটি চালু হলে পেছনে থাকা ওয়ালটনের ‘ডব্লিউ’ লোগোটি জ্বলে ওঠে। এ ছাড়া এর স্ক্রিনের চারপাশে রয়েছে চিকন বেজেল। স্ক্রিনের উপরে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। বেশ স্লিম ল্যাপটপটির দুই পাশে রয়েছে ইউএসবি পোর্টসহ অন্য পোর্টগুলো। নিচে দুই পাশে দুটি ছোট স্পিকার। ল্যাপটপটির ডাইমেনশন ৩২৯.৮/২১৯.৭/২২ মিমি। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৩৩ কেজি।

ডিসপ্লে : প্রিলুড আরওয়ান ল্যাপটপে ব্যবহূত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজল্যুশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। ফলে কাজ করা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা মুভি দেখায় আনন্দময় অভিজ্ঞতা মিলবে।

সিপিইউ : এই ল্যাপটপে আছে ১.১ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাপোলো লেক এন৩৪৫০ প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০। ফলে গ্রাফিক্সের ভারি কাজ কিংবা লেটেস্ট গেম খেলা সম্ভব হবে না। তবে এতে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম থাকায় অন্যান্য প্রয়োজনীয় কাজ করা যাবে অনায়াসেই। বেশি সংখ্যক ফাইল, সফটওয়্যার, গেম, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস। যার ফলে আলাদা হার্ডডিক্স ড্রাইভ ব্যবহার করা যাবে।

ব্যাটারি : ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সাধারণত নির্ভর করে এর ব্যবহারের ওপর। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এই ল্যাপটপে রয়েছে ৭.৬ ভোল্ট বা ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জ দেওয়ার পর ২৫ শতাংশ ব্রাইটনেসে ১০ ঘণ্টার কিছুটা বেশি সময় ব্যাটারির ব্যাকআপ প্রদর্শন করে। ৫০ শতাংশ ব্রাইটনেসে ইন্টারনেট ব্রাউজ করে প্রতি ঘণ্টায় ১৩ শতাংশ করে চার্জ কমতে দেখা গেছে। টানা দুই থেকে আড়াই ঘণ্টার দুটি মুভি দেখতে চার্জের প্রয়োজন পড়বে না।

এ ছাড়া একচার্জে লেখালেখি ও ইন্টারনেট ব্রাউজ করে টানা ছয় ঘণ্টা ল্যাপটপটি চালু ছিল।

কিবোর্ড : ওয়ালটনের অন্য সব ল্যাপটপের মতো এটির কিবোর্ডেও ইংরেজি বর্ণমালার পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে। বিজয় কিবোর্ড এবং বিল্ট ইন বাংলা ফন্ট থাকায় বাংলা লিখতে সুবিধা হবে এর ব্যবহারকারীদের। আকারে বড় হওয়ায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে কিবোর্ডের বাটনগুলো ব্যবহার করতে পারবেন।

সাউন্ড : ল্যাপটপটিতে দুটি বিল্ট-ইন স্পিকার রয়েছে। স্পিকারগুলো ল্যাপটপের নিচে দুই পাশে অবস্থিত। নির্জন এবং সমান্তরাল স্থানে রেখে সম্পূর্ণ ভলিউমে ইউটিউবে গান চালু করলে ১২ থেকে ১৫ কদম দূরত্ব পর্যন্ত গানের শব্দ শোনা যাবে। তবে বিছানায় রেখে কিংবা জনবহুল স্থানে সাউন্ড শোনায় ভালোই বেগ পেতে হবে।

অন্যান্য ফিচার : ভিডিও কলের জন্য ল্যাপটপটিতে আছে ২ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা। কানেকটিভিটির জন্য আছে দুটি করে ইউএসবি পোর্ট, মেমোরি কার্ড স্লট, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি। নগদ মূল্যের পাশাপাশি মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ল্যাপটপটি কেনা যাবে। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। আছে জিরো ইন্টারেস্টে ইএমআই সুবিধায় কেনার সুযোগও। এই ল্যাপটপে দুই বছরের ওয়ারেন্টি মিলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads