ওয়ানাক্রাই হ্যাকারের অস্তিত্ব নেই!

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ওয়ানাক্রাই হ্যাকারের অস্তিত্ব নেই!

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০১৮

সনি পিকচার্স নেটওয়ার্ক হ্যাকিং এবং ওয়ানাক্রাই র্যানসমওয়্যার হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হ্যাকার জড়িত, প্রথম থেকেই এ দাবি করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এমন কোনো হ্যাকারের অস্তিত্ব নেই বলে দাবি করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ উত্তর কোরিয়ার নাগরিক পার্ক জিন হুককে এসব সাইবার আক্রমণের বিষয়ে অভিযুক্ত করার প্রেক্ষিতে এ মন্তব্য করেছে উত্তর কোরিয়া।

হ্যান ইয়ং সং নামক একজন কর্মকর্তার দেওয়া আনুষ্ঠানিক এ বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এ অভিযোগের বিষয়ে তাদের কিছু করার নেই। পুরো বিষয়টিকে মিথ্যা অপবাদ হিসেবেও আখ্যায়িত করেছে দেশটি। এর ফলে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে যে আলোচনা চলছে, তাও ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র বলছে, পার্ক উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য। এ ছাড়া লাজারাস নামক হ্যাকার সংঘেরও সদস্য তিনি। বিভিন্ন দেশের সরকারি সংস্থা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলায় লাজারাসের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads