• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১ | ১৮ শাওয়াল ১৪৪৬
ওস্তাদের সুরে গাইলেন লিজা

ছবি : সংগৃহীত

শোবিজ

ওস্তাদের সুরে গাইলেন লিজা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৭ জুলাই, ২০১৯

ময়মনসিংহ অঞ্চলে ওস্তাদ হিসেবে গানের সাধক মো. আনোয়ার হোসেনের বেশ সুনাম রয়েছে। তারই কাছে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকে গানে তালিম নিয়ে আসছেন এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা সানিয়া সুলতানা লিজা। লিজার আজকের অবস্থানের নেপথ্যে এই ওস্তাদেরই বেশি অবদান। এ কথা লিজা সবসময় স্বীকার করেন। ওস্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন সময়ে তারই ওস্তাদের সুর করা গান বিভিন্ন লাইভ অনুষ্ঠানে গেয়েছেনও লিজা। তবে লিজার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার ওস্তাদের সুরে গান রেকর্ড করে তা প্রকাশ করার। সেই স্বপ্নপূরণের দিন ছিল গেল ৫ জুলাই। সেদিন রাজধানীর একটি স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ড করা হয়।

পাঁচটি গানেরই সুর করেছেন লিজার ওস্তাদ মো. আনোয়ার হোসেন। গানগুলো হচ্ছে- ‘জাতির পিতা মহান নেতা’, ‘স্বাধীনতা’,‘ বাংলা ভাষা’, ‘আকাশ ভালো না থাকলে পৃথিবীর ভালো থাকা হয় না’ ও ‘শ্বেতপাথরে গড়া তাজমহল’। স্বাধীনতা গানটি লিখেছেন ফেরদৌস হীরা, আকাশ ভালো না থাকলে গানটি লিখেছেন প্রণব চৌধুরী এবং বাকি গানগুলো লিখেছেন নূরুল ইসলাম মানিক। এর মধ্যে লিজা তার ওস্তাদের সুরে গেয়েছেন ‘স্বাধীনতা’, ‘বাংলা ভাষা’ ও ‘আকাশ ভালো না থাকলে’ গান তিনটি। বাকি দুটি গান গেয়েছেন লিজার ওস্তাদ নিজেই। সবগুলো গানেরই সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

নিজের ছাত্রীর সার্বিক তত্ত্বাবধানে দুটি মৌলিক গান রেকর্ড করার মধ্য দিয়ে ৫ জুলাই নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক দিন হিসেবে বিবেচনা করছেন লিজার ওস্তাদ। মুঠোফোনে ময়মনসিংহ থেকে লিজার ওস্তাদ বলেন, ‘লিজা আমার অনেক আদরের একজন ছাত্রী। তাকে আমার সাধনার সবটুকু দিয়েই একজন পূর্ণাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে পড়ে তোলার চেষ্টা করেছি। আমার ইচ্ছে ছিল আমার নিজের সুর করা গান যেন কোনো একদিন প্রকাশ পায়। লিজা সেই উদ্যোগ নিয়ে গান রেকর্ড করেছে। আমি যে কতটা খুশি, কতটা আনন্দিত তা সত্যিই বলে বুঝাতে পারব না। ৫ জুলাই আমার জীবনের অন্য রকম অভিজ্ঞতার দিন, আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিনে হিসেবে আমার জীবন খাতায় লিপিবদ্ধ থাকবে। আমি জানি না আর কোনো সঙ্গীতগুরুর এমন সুযোগ হয়েছে কি না। কিন্তু লিজা আমার জন্য যা করেছে তা এখনো আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।’

লিজা বলেন, ‘ওস্তাদজির প্রতি আমি কৃতজ্ঞ। আমরা ছোটবেলায় শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ম্যাডামদের কণ্ঠে যে ধরনের দেশের গান শুনতাম, ওস্তাদজির সুর করা এই দেশের গানগুলোতে সেসব গানেরই মায়া-ছায়া খুঁজে পাবেন। আমার বিশ্বাস গানগুলো সবাই বারবার শুনতে চাইবেন।’

লিজা জানান, শিগগিরই গানগুলো একে একে তার ইউটিউব চ্যানেল ‘লিজা’তে প্রকাশ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads