ওবায়দুল কাদেরের অসুস্থতায় ‘উদ্বিগ্ন’ জামায়াত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

ওবায়দুল কাদেরের অসুস্থতায় ‘উদ্বিগ্ন’ জামায়াত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার এক বিবৃতিতে তারা ওবায়দুল কাদেরের অসুস্থতায় উদ্বিগ্ন বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ওবায়দুল কাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তিনি আবার সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে আশা করছি।

উল্লেখ্য, গত রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

ওবায়দুল কাদেরকে দেখতে সোমবার দুপুরে ভারত থেকে আসেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠী।  তার পরামর্শে সোমবার ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।

বর্তমানে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads