ঐক্যফ্রন্ট প্রার্থীদের নিয়ে বিএনপির বৈঠক

ছবি : সংগৃহীত

রাজনীতি

ঐক্যফ্রন্ট প্রার্থীদের নিয়ে বিএনপির বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০১৯

দেশের ২৯৯ আসনের ধানের শীষের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছে বিএনপি।  বৈঠকে উপস্থিত হন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের শরিক দলগুলোর প্রার্থীরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির সিনিয়র নেতারা।

বৈঠকটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এই বৈঠক থেকে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিতে পারে বিএনপির হাইকমান্ড।

বৈঠকের পর প্রার্থীদের কাছ থেকে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগের প্রমাণ সংগ্রহ করবে বিএনপির হাইকমান্ড। সেগুলো যাচাই-বাছাই করে অভিযোগ আকারে দেয়া হবে নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে। বিদেশি কূটনীতিকদেরও বিষয়গুলো জানানো হবে।

বৈঠক শেষে বিকাল তিনটার দিকে নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে বিএনপি জোটের নেতাদের।

বৈঠকের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা আসতে শুরু করেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads