ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো সংলাপের চিঠি পড়ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনে

সংগৃহীত ছবি

রাজনীতি

ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ বৃহস্পতিবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০১৮

সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দাওয়াতের চিঠি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

এসময় গোলাপ বলেন, ‘সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেনের একটি চিঠি পেয়েছেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য তাদের ডাকে সাড়া দিয়েছেন তিনি।’

প্রধানমন্ত্রীর চিঠি

 

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সেই চিঠির জবাব দিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কোনো সহযোগিতা চাওয়া হয়, তাহলে আমরা তা করবো। আমরা ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্য নিয়ে সংলাপে আলোচনা করবো। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপে থাকবেন ১৫ জন সদস্য।’

এর আগে গত রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। এরপর সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে। এই সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব দেবেন। সংলাপের দিন, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এরপর সংসদে গিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে ফোন করেন তিনি। ড. কামাল হোসেনের সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads