এস কে সিনহার বিরুদ্ধে মামলা করলেন নাজমুল হুদা

বিএনএফ আহবায়ক নাজমুল হুদা ও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা

সংগৃহীত ছবি

আইন-আদালত

এস কে সিনহার বিরুদ্ধে মামলা করলেন নাজমুল হুদা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৮

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের(বিএনএফ) আহবায়ক নাজমুল হুদা আজ সোমবার বিকালে নিজে থানায় গিয়ে মামলাটি করেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে আজ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তবে, এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদক। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কেনেন এসকে সিনহা। প্রায় চার হাজার স্কয়ার ফিটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা নিজে। সম্প্রতি গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads