বিদেশ থেকে বাংলাদেশে ব্যার্ক সাজানের মাধ্যমে রেমিট্যান্স আসলে তাৎক্ষণিক এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানানোর সুবিধা করে দিচ্ছে দেশীয় সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেড (এসএস এলওয়্যারলেস)। নতুন এই সুবিধা চালু হওয়ার ফলে এখন থেকে আর গ্রাহকদের রেমিট্যান্স আসার সময়, তারিখ মনে রাখতে হবে না।
সম্প্রতি ব্যার্ক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান কার্যালয়ে পুশ এসএমএস সেবা দেওয়ার জন্য এসএস এলওয়্যারলেস আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদন করে। এসএসএল ওয়্যারলেসের সিওও আশীষ চক্রবর্তী এবং ব্যার্ক সাজানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবদুস সালাম নিজ নিজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এসএসএলের সিটিও শাহজাদা রেদওয়ান, হেড অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স সউদ বিন জাহান, ব্যার্ক সাজানের সিওও সিমন ফারনিভাল, বাংলাদেশের কান্ট্রি হেড সানজানা ফরিদ, হেড অব গ্লোবাল কমপ্লায়েন্স আইভ্যান ক্যাস্টিলো গারছিয়া, আইটি ম্যানেজার আবুল হানিফসহ দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।