এল ক্লাসিকো খেলা হচ্ছে না মেসির

ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে

সংগৃহীত ছবি

ফুটবল

এল ক্লাসিকো খেলা হচ্ছে না মেসির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০১৮

আসন্ন ‘এল ক্লাসিকো’ খেলা হচ্ছে না বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসির। গতকাল শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের দিনে ১৭ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। শারীরিক পরীক্ষার পর জানা গেল দুঃসংবাদ। ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরায় মাঠের বাইরে থাকবেন তিন সপ্তাহ।

চোটের ফলে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে আর আগামী রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা হবে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

খেলার ১৭ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রাঙ্কো ভেসকেসের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে মাটিতে পড়ে যান বার্সা তারকা। ওই মুহূর্তে পুরো শরীরের ভারটা পরে তার ডান হাতের ওপর। আঘাতটা প্রচণ্ডভাবে লাগায় যন্ত্রণায় কুঁকড়ে যান মেসি। তখন দেম্বেলে নামেন মেসির বদলে।

ক্লাসিকোর আগে মেসির এই ইনজুরি আঘাত হিসেবে দেখছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভারদে, ‘যাকে নিয়ে কথা হচ্ছে তাকে না পাওয়া মানে মারাত্মক ক্ষতি।’ তবে মেসিকে ছাড়াই প্রস্তুতি নিতে বললেন দলকে, ‘আমাদের এটা মেনে নিতেই হবে। তাকে ছাড়া এখন প্রস্তুত হতে হবে। প্রতিপক্ষ যত শক্ত হোক না কেন, তার বদলি জোগাতে আমাদের রসদ আছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads