সারা দেশ

কলমাকান্দার মনকান্দি-রিকা রাস্তা ও সেতু উদ্বোধন

এলাকায় উন্নয়ণে আপনারা সহযোগিতা করুন : মানু মজুমদার এমপি

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২০

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মনকান্দি-রিকা রাস্তা ও সেতু'র আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন কালে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য  মানু মজুমদার বলেন, এলাকায় উন্নয়ণে আপনারা সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় এ অঞ্চলকে উন্নয়ন সমৃদ্ধি করে উপজেলাকে আলোকিত করে গড়ে তুলবো। তিনি আরো বলেন, এ রাস্তা ও সেতু নির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতি হলে আমি কঠোর ব্যবস্থা নিব।

গতকাল শনিবার বিকালে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার পোগলা ইউনিয়নের মনকান্দি-রিকা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা ও ৭২ মিটার লম্বা একটি সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন সংসদ সদস্য মানু মজুমদার।

নির্মাণ কাজের উদ্বোধন এর পূর্বে আলোচনা সভায় উপজেলার পোগলা ইউনিয়নের পলাশহাটী গ্রামের মাঠে  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান খানঁ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শরাফত আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, স্থানীয় ইউপির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলজিইডি কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠান ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads