এমপিও ভূক্তির খবরে কুড়িগ্রামে রাতারাতি গড়ে উঠছে ভূয়া মাদরাসা!

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

এমপিও ভূক্তির খবরে কুড়িগ্রামে রাতারাতি গড়ে উঠছে ভূয়া মাদরাসা!

  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

এমপিওভূক্তির খবরে কুড়িগ্রামে রাতারাতি গড়ে উঠছে ভূয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। সাইনবোর্ড সর্বস্ব এসব মাদরাসা প্রতিষ্ঠার নামে চলছে তদবিরবাজি।

মাদরাসায় পাঠদান না করে উপজেলা মাধ্যমিক অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভূয়া কাগজপত্র সম্বলিত ফাইল নিয়ে দৌঁড়-ঝাপে ব্যস্ত থাকেন এসব মাদরাসার শিক্ষকরা। মাসের পর মাস এসব মাদরাসা বন্ধ থাকলেও মাথাব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

অপরদিকে, একই স্কুলের নামে পৃথক পৃথক জায়গায় বিদ্যালয় ঘর নির্মাণ হওয়ায় বিভ্রান্ত হচ্ছে কোমলমতি শিশুরা। পাল্টাপাল্টি বিদ্যালয় ঘর নির্মাণ করে এমপিওভূক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চলছে জোর তদবির। এই দৃশ্য এখন জেলার সর্বত্র।

এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন দরিদ্রপীড়িত এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া কুড়িগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রকৃত শিক্ষকবৃন্দ।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার খামার হলোখানা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাটি ১৯৭৫ সালে স্থাপিত হয়ে ১৯৮৪ সালে একাডেমিক স্বীকৃতি পায়। পরবর্তীতে মাদরাসাটি ধরলা নদীর কড়ালগ্রাসে বিলীন হয়ে স্থানান্তরিত হয়ে নদীর দক্ষিণ পাড়ে স্থাপিত হয়। স্থানান্তরিত হওয়ার পর মাদরাসাটির বর্তমান স্থানে জমি রেজিষ্ট্রি হয় এবং প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি চালু রয়েছে যা ২০০৪ সাল হতে বর্তমান।

দরিদ্রপীড়িত এলাকার জন্য স্কুল ফিডিং কার্যক্রম ২০১৫ সাল হতে বর্তমান পর্যন্ত চালু রয়েছে। মাদরাসাটিতে বর্তমান ১৬৬জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিগত বছর ১৬জন শিক্ষার্থী ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষায় উত্তীর্ণ হয়। আসন্ন সমাপনী পরীক্ষায় ১৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। কিন্তু একই এলাকায় ওই মাদ্রাসাটির আইডি-১০৭০২০৫০১, মাদ্রাসা কোড-৫১৪৩৭, এনটিআরসিএ নিবন্ধন নং-৮০১১৩৫ ব্যবহার করে একটি কুচক্রি মহল হুবহু নকল করে সাইন বোর্ড টাঙিয়েছে।

ভূয়া কাগজপত্রের ফাইল নিয়ে এই কুচক্রিমহল উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট ধর্ণা দিচ্ছেন। বর্তমান ভূয়া এই মাদরাসাটির অস্তিত্বের জানান দিতে ধরলা নদীর উত্তরে ভাঙ্গন কবলিত এলাকায় একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। যা কখনোই খোলা হয় না।

এ ব্যাপারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযম জানান, কুড়িগ্রাম সদর উপজেলার ন্যায় জেলার নাগেশ্বরী এবং উলিপুর উপজেলায় একটি কুচক্রি মহল সাইনবোর্ড স্বর্বস্ব অসংখ্য ঘর নির্মাণ করে এমপিওভূক্তির তৎপরতা চালিয়ে যাচ্ছে। এমন অপতৎপরতা সত্যি দুঃখজনক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধরলা নদীর পূর্ব পাড়ে একটি টিনশেড ঘর নির্মাণ করেছে কে বা কারা। বিদ্যালয়ের সামনে লেখা আছে খামার হলোখানা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। স্কুল ঘর খোলা থাকলেও নেই শিক্ষার্থীরা।

স্কুল ঘরটি কবে নির্মাণ করা হয়েছে-এমন প্রশ্ন করলে এলাকার মোহাম্মদ আলী, শামছুল ইসলাম ও নুরনবী সরকার জানায়, রাতের আধারে ৩০/৪০দিন আগে ঘরটি কে বা কারা নির্মাণ করে তা আমরা দেখি নি।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম জানান, সরকার স্বতন্ত্রী ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভূক্তির সিদ্ধান্ত নেয়ায় এখন যত্রতত্র স্কুল ঘর নির্মাণ হচ্ছে। কিছুদিন আগে জেলায় মোট ৮৬টি ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও এখন ২৫৬টিতে পরিণত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসলে তদন্ত সাপেক্ষে বৈধ কাগজপত্রের ভিত্তিতে পূর্বের প্রতিষ্ঠানগুলোকেই প্রাধান্য দেয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads