এবার ট্রাম্পের হুমকি খেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

এবার ট্রাম্পের হুমকি খেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতির চরম অবনতির মধ্যে চীন, ভারতসহ বিভিন্ন দেশকে নানা ইস্যুতে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই হুমকি থেকে রক্ষা পেল না বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও)। আজ এক টুইট বার্তায় সংস্থাটিকে এ হুমকির ঘোষণা দেন তিনি।

চীনের প্রতি ডব্লিউএইচও’র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ডব্লিউএইচও’র পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি।

তবে ঠিক কী পরিমাণে টাকা দেওয়া বন্ধ করতে যাচ্ছেন সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেন নি। ট্রাম্প বলেন, আমি সেটা করতে যাচ্ছি। তহবিল যাতে বন্ধ করে দেওয়া হয় সেই বিষয়ে আমি নজর রাখবো। ট্রাম্পের অভিযোগ, ডব্লিউএইচও ‘চীনের প্রতি খুব পক্ষপাতদুষ্ট’ বলে মনে হচ্ছে। তিনি বলেন, এটি ঠিক নয়।

এদিকে করোনায় ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৭২২ জনে দাঁড়ালো।

অপরদিকে ম্যালেরিয়া-প্রতিরোধী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকাকে রফতানি না-করা হলে ভারতকে তার ফল ভুগতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীন ভাষায় এই হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারত ওই ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের হানায় যে সব দেশগুলির অবস্থা সবচেয়ে খারাপ তাদেরকে এরকম ২৬টি ড্রাগ সরবরাহ করা হবে - তবে সেটা করা হবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর নিজস্ব প্রয়োজন মিটিয়েই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads