এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম

সংগৃহীত ছবি

সরকার

এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২০

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দুই বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে চুক্তিভিক্তি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ৫ জানুয়ারি থেকে রহমাতুল মুনিমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী- ৬ জানুয়ারি থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রহমাতুল মুনিম (পরিচিতি নম্বর ২২২৫) এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

রহমাতুল মুনিম বর্তমান এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। মোশারফের চাকরির মেয়াদ ২ জানুয়ারি শেষ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads