এডাটার নতুন এসএসডি বাজারে

এসএসডি কার্ড

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

এডাটার নতুন এসএসডি বাজারে

  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০১৮

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এডাটা দেশের বাজারে এনেছে নতুন একটি সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। এক্সপিজি এসএক্স৬০০০ প্রো মডেলের এ এসএসডিতে ব্যবহার করা হয়েছে এনভিএমই ১.৩ ও থ্রিডি ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তি। ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট ধারণক্ষমতার ভ্যারিয়েন্টে এটি বাজারে পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ড্রাইভটির রিড ক্যাপাসিটি ২১০০ মেগাবাইট ও রাইট ক্যাপাসিটি ১৫০০ মেগাবাইট। অর্থাৎ সাধারণ সাটা এসএসডি থেকে এর গতি চারগুণ বেশি।

এটি ২.১৫ মিলিমিটার পুরু, যা স্ট্যান্ডার্ড ডিজাইনের এম২ থেকেও পাতলা। ইন্টেল অথবা এএমডির সর্বাধুনিক প্ল্যাটফর্মযুক্ত আল্ট্রাবুক, স্মল ফর্ম ফ্যাক্টর ডেস্কটপ এবং নোটবুকের সঙ্গে এই ডিজাইন বেশ মানিয়ে যায়। এতে হোস্ট মেমরি বাফার ও এসএলসি ক্যাশিং যুক্ত করা হয়েছে, যার ফলে ভিডিও রেন্ডার কিংবা এএএ গেম টাইটেল তৈরির মতো বড় বড় কাজ করার সময়ও এটি টেকসই ও উচ্চমানসম্পন্ন পারফরম্যান্স দেয়। ডাটা ট্রান্সফারে নির্ভরতা বাড়াতে এবং পণ্যের দীর্ঘায়ু রক্ষার্থে এটি এলডিপিসি (লো-ডেনসিটি প্যারিটি চেক) এরর কানেক্টিং কোড টেকনোলজি সমর্থন করে। এই প্রযুক্তি ডাটা এরর নির্ণয় ও সমাধানে সাহায্য করে। এসএসডির প্রত্যেকটি পণ্যের গুণগত মান এবং নির্ভরতা নিশ্চিত করতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads