পর্নোগ্রাফি ছড়ানোর দায়ে ভারতে প্রায় এক লাখ ৩০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের সব দেশেই চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কেউ পর্নোগ্রাফি ছড়াতে না পারে সে জন্যই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত দশ দিনে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এ অ্যাকাউন্টগুলোকে মেসেজিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ব্লক করে দেওয়া এসব অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন নামক একটি সংস্থাকে।
এসব অ্যাকাউন্ট বন্ধের ব্যাখ্যায় হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, শিশুদের যৌন নির্যাতনের ব্যাপারে হোয়াটসঅ্যাপের মনোভাব কঠোর। তাই এ কাজ রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সর্বোচ্চ স্তরের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে ভারতসহ বিশ্বের সব দেশের আইন প্রণয়নকারী সংস্থার অনুরোধেও প্রতিষ্ঠানটি সাড়া দিতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে থাকে। তাই এক ব্যবহারকারী অন্য ব্যবহারকারীকে কী বার্তা পাঠিয়েছে তা কর্তৃপক্ষের পক্ষে জানা সম্ভব নয়। এ জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যারা চাইল্ড পর্নোগ্রাফির আদান-প্রদান করা অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। এ কাজে ব্যবহার করা হয়েছে ‘ফটোডিএনএ’ নামক একটি প্রযুক্তি।