এক লাইসেন্সেই তিন সেবা দিতে পারবে আইএসপি

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

এক লাইসেন্সেই তিন সেবা দিতে পারবে আইএসপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০১৮

এত দিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) লাইসেন্সের মাধ্যমে আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা প্রদানের ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল তা আর থাকছে না। আইএসপির মাধ্যমেই ইন্টারনেট স্ট্রিমিং সেবার পাশাপাশি আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা নেওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি কমিশনের ২২১তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়। যেখানে বলা হয়, বিটিআরসির অনুমোদন সাপেক্ষে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) স্ট্রিমিং সেবার পাশাপাশি আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা দিতে পারবে। একই সঙ্গে এ বিষয়ে বিটিআরসির ২০১৬ সালে জারি করা পত্র (নির্দেশনা) বাতিল করে গত ১৩ ডিসেম্বর আইপিভিত্তিক সেবাগুলোর বিষয়ে নতুন করে একটি নির্দেশনাও জারি করেছে কমিশন।

এই বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বাংলাদেশের খবরকে বলেন, এত দিন আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য এবং আইপি টিভি সেবা দেওয়ার জন্য আলাদা আলাদা লাইসেন্স নিতে হতো। একই প্রতিষ্ঠানকে একই আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর ব্যবহার করে সেবা দিতে নতুন করে লাইসেন্স এই ভোগান্তি থেকে রক্ষা পেতে আইপি টিভিসেবা দিতে যেন লাইসেন্স না নিতে হয়, সেজন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দীর্ঘদিন আগে আবেদন করেছিল আইএসপিএবি। সেই আবেদনের সুফল মিলল দুই বছর পর।

তিনি আরো বলেন, কমিশনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে এক ক্যাবলের মাধ্যমেই ইন্টারনেট স্ট্রিমিংয়ের পাশাপাশি আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। এই সেবা পুরোপুরি চালু করতে দুই মাসের মতো সময় লাগতে পারে। সেবা চালু হলে মানুষের ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বেড়ে যাবে, যার ফলে ইন্টারনেট ব্যবহারের হারও বাড়বে। আর ট্রিপল প্লে চালু করা গেলে গ্রাহককে সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে।

তবে আইপি টেলিফোন সেবা দিতে হলে কমিশনের নিয়মানুযায়ী লাইসেন্স নিতে হবে বলে জানান এই আমিনুল।

প্রসঙ্গত, একটি আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর দিয়ে ইন্টারনেট সেবা, আইপি টেলিফোন, আইপি টিভি, ভিডিও অনডিমান্ডসহ (ভিওডি) বিভিন্ন ধরনের সেবা দেওয়া যায়। আর ভয়েস (টেলিফোন), ডাটা (ইন্টারনেট) ও ভিডিও (আইপি টিভি) এই তিন সেবা একটি ক্যাবলের মাধ্যমে (ভূগর্ভস্থ ক্যাবল লাইন) দেওয়ার সুবিধাকে ট্রিপল প্লে বলা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads