এক মাসের মধ্যে রেলের সেবার মান না বাড়ালে ব্যবস্থা : রেলমন্ত্রী

আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

সংগৃহীত ছবি

যোগাযোগ

এক মাসের মধ্যে রেলের সেবার মান না বাড়ালে ব্যবস্থা : রেলমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

রেলের সেবার মান আগামী এক মাসের মধ্যে বাড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

রেলের বর্তমান সেবা নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে মন্ত্রী উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আগামী ৫ এপ্রিল আমি আবার এখানে পরিদর্শনে আসবো। এর মধ্যে যদি রেলের মান বৃদ্ধি না হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, রেলওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন টিকিট বিক্রিসহ রেলের সেবার মান বৃদ্ধি করতে হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে সব ট্রেনের টিকিট কাটতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে।

বর্তমানে শুধু ঢাকা-চট্টগ্রাম লাইনের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হলে এনআইডি কার্ড প্রয়োজন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads