এক পে সেবায় যুক্ত হলো আরো ১১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

এক পে সেবায় যুক্ত হলো আরো ১১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০১৮

বিভিন্ন ধরনের সরকারি ফি এবং ইউটিলিটি বিল একই প্ল্যাটফর্ম থেকে পরিশোধের সুবিধা দিতে ‘এক পে’ সেবা চালু করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। এ প্ল্যাটফর্মটিতে এবার যুক্ত হয়েছে আরো এগারো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

এ বিষয়ে সোমবার এটুআইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানগুলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ। এ ছাড়া উপস্থিত ছিলেন এটুআইর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

চুক্তি অনুযায়ী দেশের সকল নাগরিক তাদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিলসহ সকল সরকারি বিল ও ফি ডেবিট, ক্রেডিট, ভিসা ও মাস্টারকার্ড, এমেক্স কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস ওয়ালেট, ডিজিটাল ক্রেডিট সিস্টেমের মাধ্যমে খুব সহজে যেকোনো স্থান থেকে একক ব্যবস্থায় প্রদান করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুয়েনা আজিজ বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে সরকারি সেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগণের সরকারি সেবা পেতে সময়, খরচ ও যাতায়াত সংখ্যাও কমবে। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, বিভিন্ন ইউটিলিটি বিল এবং ফি জমা দেওয়ার ক্ষেত্রে জনগণের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনতে এক পে নামক একক এ প্ল্যাটফর্ম চালু করে এটুআই। এর আগে টেলিটকসহ ১৬টি পরিষেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে এটুআইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এক পে সেবা চালুতে সহযোগী হিসেবে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি এবং ইউএসএআইডি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads