এক পায়ের ক্রিকেটার সারোয়ার হোসেন

ক্রিকেটার সারোয়ার হোসেন

সংগৃহীত ছবি

ফিচার

এক পায়ের ক্রিকেটার সারোয়ার হোসেন

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০১৮

মুশফিক, সাকিবদের মতো দুই পা নয়, এক পা দিয়েই ক্রিকেট খেলে সবাইকে অবাক করে দিয়েছেন নাটোরের সারোয়ার হোসেন সাদ্দাম। ক্রিকেট খেলা দিয়েই অনেক দূরে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। সম্প্রতি ঢাকার জহুরুল হক মাঠে প্রতিবন্ধী একটি টিমের জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছেন তিনি। সমাজের অন্য শারীরিক প্রতিবন্ধীরা যখন হতাশাগ্রস্ত, তখন সারোয়ার হোসেন সাদ্দাম এক পায়ে ক্রিকেট খেলে তাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগান। মনোবল এবং মানসিক শক্তি দৃঢ় থাকলেই যে প্রতিবন্ধকতা জয় করা যায়, সাদ্দাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। নাটোর সদর উপজেলার জংলী গ্রামের মৃত আবদুর রউফ পাঠানের ছেলে সারোয়ার হোসেন সাদ্দাম পাঁচ ভাই এবং দুই বোনের মধ্যে চতুর্থ। আট বছরের এক কন্যাসন্তানের জনক সাদ্দাম জংলী মোড়ে ছোট্ট একটি দোকানে মোবাইলসামগ্রী বিক্রি করে সংসার চালান। অবসর সময়ে ক্রিকেট খেলে সময় কাটে তার। সাদ্দামের সঙ্গে তার ছোট ভাই মাসুমও ক্রিকেট খেলেন। দুই ভাই একসঙ্গে জংলী ইসলামিয়া দলের হয়ে এবার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করেন। এই পর্যন্ত সাদ্দাম বিভিন্ন টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চারবার। এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন দুইবার।

সাদ্দামের সহধর্মিণী নাজমা বেগম জানান, অন্য আট-দশজনের মতো সাদ্দামেরও দুই পা ছিল। বিয়ে হওয়ার মাত্র তিন মাসের মাথায় পাওয়ার টিলার উল্টে এক দুর্ঘটনায় একটি পা হারান তিনি। সাদ্দামের ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই পছন্দ। বিয়ের পরও তিনি এক পা দিয়ে একাধিক টুর্নামেন্ট খেলেছেন। তার প্রিয় খেলা তিনি ধরে রেখেছেন। মানসিক শক্তি এবং দৃঢ় মনোবলের কারণে তিনি এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন। তার জীবনে স্বপ্ন ছিল একদিন জাতীয় দলে চান্স পেয়ে বড় ক্রিকেটার হবেন।

নাটোর শংকর গোবিন্দ চৌধুরী মাঠে গিয়ে দেখা যায়, সাদ্দাম হোসেন এক পায়ে ভর করেই মোকাবেলা করছেন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এবার তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ খেলেন তিনি। এবারের টুর্নামেন্টে জংলী ইসলামিয়া দলের হয়ে খেলেন সাদ্দাম হোসেন। দলের ওপেনিং ব্যাটসম্যান এবং কিপিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন সারোয়ার হোসেন সাদ্দাম।

সারোয়ার হোসেন সাদ্দাম বলেন, ২০০৫ সালে তার এই স্বপ্নের বড় বাধা হয়ে দাঁড়ায় সড়ক দুর্ঘটনা। হারান একটি পা। কিন্তু তাতেও দমে যাননি তিনি। একটি মাত্র পা দিয়েই অবিরাম খেলে যান ক্রিকেট। অন্য আর দশ খেলোয়াড়ের মতোই লড়াই করেন তিনি। ক্রিকেট খেলা নিয়েই বেঁচে থাকার ইচ্ছা তার। তবে দেশের প্রতিবন্ধী দলের হয়ে খেলার স্বপ্ন তার। সেই সঙ্গে দেশ এবং জেলার সুনাম বয়ে আনার স্বপ্ন দেখেন তিনি। সাদ্দামের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন তার সহযোগী খেলোয়াড়রা।

জংলী ইসলামিয়া দলের অধিনায়ক বলেন, সাদ্দাম প্রতিটি বলে রান নেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে রানার দেওয়ার নিয়ম না থাকায় তিনি রান নিতে পারছেন না। তা ছাড়া একজন স্বাভাবিক খেলোয়াড়ের সঙ্গে তিনি সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ বাবুল আখতার বলেন, এক পায়ে ক্রিকেট খেলা, কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই অস্বাভাবিকতাকে স্বাভাবিক করেছেন সাদ্দাম। অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ক্রিকেট খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, সাদ্দামকে সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে একদিন বয়ে আনতে পারেন দেশের জন্য সুনাম। সেই সঙ্গে দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের হয়ে খেলানো গেলে দেশ এবং জেলার জন্য সুনাম বয়ে আনবেন তিনি।

সাদ্দাম হোসেনের প্রবল ইচ্ছা শক্তি আর মানসিকতা কাজ লাগানো গেলে একদিন এই দেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads