একাদশ সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত

সংগৃহীত ছবি

সংসদ

একাদশ সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০১৯

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন।

আজ রোববার বিকালে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
 
প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।  

বৈঠকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য ৩টি সরকারি বিলের নোটিশ পাওয়া যায়। পূর্বে অনিষ্পন্ন ২টি সরকারি বিল পাসের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে ১টি বিলের নোটিশ পাওয়া যায়। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে। 
 
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো: ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা অংশগ্রহণ করেন।


আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads