একজন সমাজসচেতন চিত্রশিল্পী

সংগৃহীত ছবি

ফিচার

একজন সমাজসচেতন চিত্রশিল্পী

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২২

পূজা সরকার একজন ভারতীয় চিত্রশিল্পী, কিউরেটর এবং সামাজিক কর্মী। তিনি ‘এসএমএস’ এ গ্রুপ অফ আর্টিস্টস (‘SMS’ A Group of Artists) নামে একটি শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পূজার কলকাতায় তার জন্ম ও বেড়ে ওঠা। পূজা কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় ২০০৭ সালে দৃশ্য কলায় স্নাতক হন প্রথম শ্রেণিতে। একই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর উপাধি লাভ করেছেন ২০০৯ সালে। পনেরো বছর ধরে শিল্পচর্চার সাথে যুক্ত। ইতিমধ্যে তিনি পনেরোটি ইন্টারন্যাশানাল স্পন্সরড প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে একটি একক প্রদর্শনীও রয়েছে। জাতীয় স্তরে আশিটির বেশি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এর ভেতর সত্তরটি স্পন্সরড প্রদর্শনী। এছাড়া ন্যাশানাল পেন্টিং ক্যাম্প আর ওয়ার্কশপেও তিনি সাফল্যের সাথে কাজ করেছেন। ২০১০ সালে তিনি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তাঁর শিল্পকলার জন্যে।

তিনি সমপ্রতি ভারত সরকারের কাছ থেকে চিত্রকলায় জুনিয়র ফেলোশিপ ২০১৯-২০২০ পেয়েছেন। পূজা একজন জাত শিল্পী। মনের চোখ দিয়ে সে তার আশপাশের আপাত তুচ্ছ কোনো বস্তুর মধ্যে খুঁজে পায় অদ্ভুত কোনো ফর্ম এবং সেটাকে পেশাদার শিল্পীর মতো চিত্রপটে এমনভাবে ফুটিয়ে তোলে যার ফলে সেই অতি সাধারণ জিনিসটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই সব বস্তু গুলিকে মজাদার এবং কৌতুকপূর্ণভাবে বুদ্ধিমত্তার সাথে তিনি এমনভাবে দর্শকদের সামনে উপস্থাপিত করে যা সত্যিই প্রশংসনীয় আর শিল্পী হিসাবে তাঁর এই প্রয়াস এককথায় মৌলিক ।

ছবির পাশাপাশি তিনি ২০০৯-এ ‘এসএমএস’ এ গ্রুপ অফ আর্টিস্টস (“SMS” A Group of Artists) ( (www.smsgroupartist.com) নামে একটি শিল্পী সংস্থা প্রতিষ্ঠা করেন। এই শিল্পপ্রতিষ্ঠান সারা বছর ধরে প্রদর্শনী, শিল্পমেলা ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে। আর পূজার তত্ত্বাবধানে শিল্পকর্মের বিক্রয়লব্ধ অর্থের একটা বড় অংশ ব্যয় করা হয় সমাজকল্যাণ মূলক কাজে। ‘এসএমএস’ গ্রুপ্রের শাখা সংগঠন ‘ভালোবাসা’ এর উদ্যোগে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণকর কাজ দীর্ঘদিন ধরে পরিচালিত করে চলেছেন পূজা। সমপ্রতি তিনি একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ভাস্কর্য প্রদর্শনী কিউরেট করেছেন এবং আয়োজন করেছেন যেখানে ২৯ জন আন্তর্জাতিক ভাস্কর্য শোতে অংশ নিয়েছিলেন। এই শোতে বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর হুমিদুজামান খান, আইভি জামানসহ ভারতবর্ষের বিশিষ্ট শিল্পী ভাস্কর নিরাঞ্জন প্রাধান, সুতানু চ্যাটার্জি, অখিল দাস, সান্দিপ চক্রবর্তী এবং বিশ্বের অনেক বিখ্যাত ভাস্কর এই শোতে অংশ নেন।

সৃজনশীল কর্মকাণ্ডের পাশাপাশি তিনি অসুস্থ, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে অবদান রাখার তাগিদ অনুভব করেন এবং তাই তিনি ছাত্রজীবনের শুরু থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পেশাদার চিত্রশিল্পী ছাড়াও পূজা একজন দক্ষ ইন্টিরিয়ার ডিজাইনার, ইলাস্ট্রেটর এবং অভিজ্ঞ শিল্প শিক্ষয়ত্রী। ফ্যাশান ডিজাইনার হিসাবে যুক্ত আছেন আমেরিকার এর ভিদা এন্ড কোং সংস্থার সঙ্গে।

তবে সবার আগে পূজা একজন সহূদয়বান নারী যে একই সাথে সমাজসচেতন আবার শিল্পসচেতন। আর বাকিদের থেকে এখানেই তাঁর স্বাতন্ত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads