শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চোখ এখন কৃত্রিম বুদ্ধিমত্তায়। গ্রাহকদের দেওয়া বিভিন্ন সেবায় এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে অনেক প্রতিষ্ঠান। এ তালিকায় আছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও। কেনাকাটায় আরো বাড়তি সুবিধা যোগ করতে চাইছে প্রতিষ্ঠানটি।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই স্টার্টআপ অধিগ্রহণ করেছে ফেসবুক। গ্রোক স্টাইল নামের এই প্রতিষ্ঠান ভার্চুয়াল অভিজ্ঞতা আরো উন্নত করতে কাজ করে। তবে বরাবরের মতোই এ অধিগ্রহণ প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করেনি ফেসবুক। কত টাকা ব্যয় করে এ প্রতিষ্ঠানটি কেনা হয়েছে, তাও জানায়নি প্রতিষ্ঠানটি।
ফেসবুক মুখপাত্র ভ্যানেসা চ্যান প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে বলেছেন, ফেসবুক খুব ভালোভাবেই স্বাগত জানিয়েছে গ্রোক স্টাইলকে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটির দল এবং প্রযুক্তি ফেসবুকের এআই ক্ষমতা বাড়াতে অনেক অবদান রাখবে।
এক ব্লগ পোস্টে গ্রোক স্টাইল জানিয়েছে, আমরা অনেক আনন্দিত আপনাদের জানাতে পেরে যে আমাদের দলটি খুচরা বিক্রেতাদের জন্য দুর্দান্ত দৃশ্যমান অভিজ্ঞতা তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার চালিয়ে যাব।