সাইফুল ইসলাম (সিংগাইর মানিকগঞ্জ) প্রতিনিধি
পদ্ম সেতু মেট্রোরেল কর্ণফুলি ট্যানেল,ফ্লাইওভার এদেশের যত উন্নয়ন তা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতের ম্যাজিকেই হয়েছে। সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংগাইর হরিরামপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান সফিউল আরেফিন টুটুল এসব কথা বলেন।
গতকাল রবিবার পৌরসভার রংয়ের বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকৌশলী তফসের আলীর পরিচালনায় শোক ও গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলে সেখানে তিনি বলেন, “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুস্ত অসহায় মানুষের কল্যাণের জন্য সারটি জীবন বিসর্জন দিয়ে ছিলেন। শেখহাসিনা তার পিতার আদর্শ কে বুকে ধারন করে উন্নয়নের পাশি পাশি সমাজের দুস্ত অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধীদের সমাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য বয়স্ক, প্রতিবন্ধী বিধবা, মাতৃকালীন ভাতার ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন।”
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে কলাবাগান খেলার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ভাই আমার খেলা দেখে তিনি মুগ্ধ হন। এরপর তিনি আমাকে আবাহনী ক্লাবে খেলার সুযোগ করে দেন। কামাল ভাইয়ের প্রত্যক্ষ সহযোগিতায় একজন নিয়মিত খেলোয়ার হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে থাকি। আজকে মূলত শেখ কামালের ঐদিনের প্রত্যক্ষ সহযোগিতায় জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ হিসেবে আওয়ামী লীগের একজন পরীক্ষিত কর্মী টুটুল হয়ে আপনাদের সামনে আসতে পেরেছি।
আগামী দ্বাদশ নির্বাচনে জনগণকে তার পাশে থাকার আহবান জানিয়েবলেন, ”বিগত ১৫ বছরে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকা পদধারী ব্যক্তিরা আর্থিক সুবিধা নিয়ে হাইব্রিড ব্যক্তিদের আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ঠাঁই দিয়ছেন। ফলে এ আসনে তৃণমূল আওয়ামী লীগের সংগঠন দুর্বল হয়ে পড়েছে । এসংগঠন দিয়ে কোন ক্রমেই নৌকা কে বিজয় করা সম্ভব নয়।”
এতে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাশার , মুক্তি যোদ্ধা ওয়াজেদ আলী, আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান, এ্যাডভোকেট আবু, বক্কর সিদ্দিক,আওয়ামীলীগ নেতা আব্দস সালাম ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক , সাবেক ভিপি মো. লুৎফর রহমান রানা ইউপি সদস্য আব্বাস ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদ প্রমূখ।