উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

প্রতিনিধির পাঠানো ছবি

ক্যাম্পাস

উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০২১

ভর্তি ফি, ক্রেডিট ফি, হল ফিসহ আনুষঙ্গিক সকল ফি কমানোর দাবিতে টানা তিনদিন আন্দোলনের পর উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল ৪.৩০ টায় ফি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রশাসনিক ভবনের সামনে উন্মুক্ত আলোচনায় বসেন উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।

এ সময় উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শাহজাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোজাহার আলী, বানিজ্য অনুষদের ডিন মো. রোকনুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।

ওই আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি গুলোর ভিতর কিছু দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেনে নিয়েছে এবং বাকি দাবি গুলো ইউজিসি থেকে বাজেট এনে সমাধান করবেন। আপাতত কোনো ফি না দিয়ে ফরম পূরণ ছাড়াই সকলে পরীক্ষা দিতে পারবে। ফি ছাড়া পরীক্ষা দেওয়ার বিষয়ে নোটিশ শনিবার দেওয়া হবে। 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য স্যারের আশ্বাসে আজ থেকে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্যারের আশ্বাসের লিখিত নোটিশ চায়। তবে সেই নোটিশ আশানুরূপ না হলে আবারো আন্দোলনে ফিরবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাত থেকে পরীক্ষার ফি, ভর্তি ফি, কেন্দ্র ফি কমানো, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু সহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads