উদ্বোধন হতে যাচ্ছে ‘স্বাধীনতা সড়ক’

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

উদ্বোধন হতে যাচ্ছে ‘স্বাধীনতা সড়ক’

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২১

আগামী ২৬ অথবা ২৭ মার্চ ঐতিহাসিক মুজিবনগরের স্বাধীনতা সড়ক (মুজিবনগর-কলকাতা) উদ্বোধন হবে বলে জানালেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।

গতকাল শনিবার দুপুরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সড়কটি উদ্বোধন করবেন। দুদেশের মধ্যে এই সড়ক স্থাপনের চুক্তি অনুযায়ী আমরা আমাদের অংশের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। ভারতের অংশের কাজ করবে ভারতীয় কর্তৃপক্ষ।

এর আগে বেলা ১১টার দিকে এলজিআরডি মন্ত্রীর বহনকারী হেলিকপ্টার মুজিবনগর কমপ্লেক্সের হেলিপ্যাডে অবতরণ করে। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এলজিইডি প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুর রশিদ খান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী মেয়র আহম্মেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads