রায় ঘোষণার পর তাৎক্ষণিক ব্রিফিংয়ে অসন্তোষের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
গতকাল বুধবার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানান আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মুফতি হান্নানের কথায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতাদের দণ্ড দেওয়া হয়েছে। তারা ন্যায়বিচার পাননি বলেও উল্লেখ করেন তিনি। অন্যায়ভাবে তাদের সাজা দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ মিয়া বলেন, তারেক রহমান দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করবেন। অন্য আসামিরাও উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশে ভয়াবহ এই গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন।
                                
                                
                                        
                                        
                                        
                                        




