উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন!

নিহত এনামুল হক (২৫)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন!

আটক ২

  • উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৯

উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শক্রুতার জের ধরে এক যুবক খুন হয়েছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থল ঘুরে জানা যায়, রত্নাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের বাদশাহ মিয়ার সাথে একই গ্রামের শাহজানের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে শনিবার উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্কের ঘটনাকে কেন্দ্র করে শাহজানের নেতৃত্বে ছেলে রেজাউল, বাবুল, অলিউল্লাহ ও মিজানসহ শীর্ষরা বাদশাহ মিয়ার ছেলে এনামুল হক (২৫) কে ভালুকিয়া বাজার থেকে আসার পথে গতিরোধ পূর্বক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নির্মম ভাবে খুন করে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। পরে এলাকাবাসীরা অস্ত্রধারীদের কবল থেকে মুমর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহতকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রেজাউল করিম ও অলিউল্লাহ নামের দুই যুবককে আটক করে বলে জানা গেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads