উওরায় প্রাইভেট হাসপাতালে করোনা রোগী রাখার চুক্তি, ক্ষুব্ধ স্থানীয়রা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উওরায় প্রাইভেট হাসপাতালে করোনা রোগী রাখার চুক্তি, ক্ষুব্ধ স্থানীয়রা

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

রাজধানী উত্তরায় একটি প্রাইভেট হাসপাতালে করানোভারাসে আক্রান্ত রোগী ভর্তি ও চিকিৎসা সেবার চুক্তির খবরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ।

রোববার (২২ মার্চ) রাত ৮টার থেকে ১২ টা পর্যন্ত রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের রিজেন্ট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন বাধার মুখে পড়ে।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিন ও আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে করে উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতাল।

এই খবর জানাজানি হওয়ায় উত্তরায় হাসপাতালটির রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় স্থানীয় বাসিন্দা ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নেতারা হাসপাতালের সামনের রাস্তা আটকে রেখে মিছিল করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি,গণবসতি এই এলাকার হাসপাতালে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয় তাহলে স্থানীয় বাসিন্দারা সব চেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads