দুর্ঘটনা

ঈশ্বরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০২২

ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়ন মানিকনগর পূর্ব পাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের জুয়েল প্রাং এর ছেলে। একই গ্রামের অপর দুইজন আকাশ (১২) ও আশিক (১০) অসুস্থ অবস্থায় ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই আশংকা মুক্ত। ঘটনার বিবরণে রাতুল মাহমুদ জানান, আজ দুপুরে মানিকনগর পূর্বপাড়া কৃষিতে পদক প্রাপ্ত কৃষাণী নুরুন্নাহার বেগম এর পুকুরে তিন বন্ধু গোসল করতে নামে এক পর্যায়ে পুকুরে মাছের খাবার দেয়ার কাজে ব্যবহৃত বড় চাঙ্গারী (চাড়ী)র মধ্য উঠে পুকুরের মাঝ বরাবর যাওয়ার পর চাড়ি কাত হয়ে গেলে চাড়িতে পানি উঠে যায় এ সময় আশিক ও আকাশ কিনারায় পৌছালেও সিয়াম পানিতে ডুবে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন আশিক ও আকাশ কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এর কিছুক্ষণ পর সিয়াম কে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, গত বছরও একই পুকুরে একটি ছেলে পানিতে ডুবে মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads