সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে। এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। কয়েকটিতে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। আর কয়েকটিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আল- জাজিরা ও বিবিসির।
রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময় ভোর ৬টায় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে প্রথম ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে জানা গেছে, ১১৯টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন।
১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। প্রায় প্রতিটি অঙ্গরাজ্যেই একই চিত্র পরিলক্ষিত হয়।