ইলিশের বাজারে বৈশাখী হাওয়া 

সংগৃহীত ছবি

পণ্যবাজার

ইলিশের বাজারে বৈশাখী হাওয়া 

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ এপ্রিল, ২০১৯

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আসতে এখনো কয়েক দিন বাকি। বাংলা নববর্ষ উপলক্ষে এরই মধ্যে লৌহজংয়ে ইলিশের গায়ে লেগেছে  বৈশাখের হাওয়া। গতকাল মঙ্গলবার সকালে মাওয়া মাছের আড়তে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়।

পদ্মার সুস্বাদু ইলিশের চাহিদা বেশি থাকায় বাজারে দাম সাধারণ ক্রেতার সামর্থ্যের বাইরে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে হাজার টাকা পর্যন্ত। এক হালি বড় আকারের ইলিশ ১৫-২০ হাজার টাকা, মাঝারি আকারের ইলিশ ১০-১২ হাজার টাকা ও ছোট আকারের ইলিশ ২-৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঢাকা থেকে আগত ক্রেতা রফিক ইসলাম খান জানান, পদ্মার সুস্বাদু ইলিশ কিনতে মাওয়া মৎস্য আড়তে এসেছি। কিন্তু এত দাম কল্পনা করতে পারিনি। গত মাসে এক হালি ইলিশ ৮ হাজার টাকা দিয়ে কিনেছি। আর একই সাইজের ইলিশ এখন কিনেছি ১৩ হাজার টাকায়। আরেক ক্রেতা সুমন মাদবর বলেন, দাম বাড়ার কোনো কারণ দেখছি না। জেলে স্বপন দাস জানান, পদ্মায় ইলিশ ধরতে নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ কম। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads